আন্তর্জাতিক নারী দিবস ২০২৪’ উপলক্ষ্যে গত ৮ই মার্চ (শুক্রবার) রাজধানীর ধানমন্ডি এলাকার একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল অন্ট্রাপ্রেনিওরস ক্লাবের অনুষ্ঠান ‘Power of Her’। ক্লাবের প্রায় সকল নারী উদ্যোক্তা মেম্বার সহ প্রায় শতাধিক উদ্যোক্তাদের নিয়ে মুখরিত হয়ে ওঠে এই অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে ই-ক্লাবের প্রেসিডেন্ট ড. শাহ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ রাহুল, ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন, ফাউন্ডার মোহাম্মদ শাহরিয়ার খান উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন ফাউন্ডার মেম্বার এবং ইসি মেম্বার গণ। এই অনুষ্ঠানের সার্বিক দ্বায়িত্বে ছিলেন অন্ট্রাপ্রেনিওরস ক্লাবের ওমেন্স ফোরাম এর চেয়ার কানিজ ফাতেমা প্রিয়া। সাবেক ওমেন্স ফোরাম চেয়ার লাবনী আহমেদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আরম্ভ হয় । অন্ট্রাপ্রেনিওরস ক্লাবের প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর শাহ আলম চৌধুরী নারীদের প্রতি সহিংসতা রোধ, নারীর সাফল্য উদযাপন ও নারীদের প্রতি শ্রদ্ধা প্রদানের বিষয়ে বক্তব্য রাখেন , এছাড়াও ফাউন্ডার মোহাম্মদ শাহরিয়ার খান, সাধারণ সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, সিনিয়র ভাইস প্রেডিডেন্ট জনাব মোঃ জসিম উদ্দিন শুভেচ্ছা বক্তব্য দেন।
অন্ট্রাপ্রেনিওরস ক্লাবের পক্ষ হতে নারী দিবসের বিশেষ সন্মানা প্রদান করা হয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসর মিলি রহমান ও বিশিষ্ট নারী উদ্যোক্তা লিপি ঘোষ কে যারা নিজে একজন সফল ব্যাক্তিত্ব এবং পাশাপাশি তাদের জীবনসঙ্গীও সফলতায় আবদান রেখেছে।
নারী দিবস উদযাপনের পাশাপাশি ই-ক্লাবের তিনটি নতুন উদ্যোগ ‘প্রসার, ভিন্নতা,গল্পের শুরু সেখানেই’ এর ঘোষনা দেয়া হয় ।
অনুষ্ঠান এর বাড়তি আর্কষন ছিল দপ্তর সম্পাদক সোলায়মান আহমেদ জিসান ও ফাউন্ডার মেম্বার অরুপা দত্ত এর সঞ্চালনা এবং দ্যা জ্যামাস এর গানের আসর। এই অনুষ্ঠানের কনভেনার হিসেবে ছিলেন মেম্বার সেক্রেটারি চয়ন সাহা এবং ওমেন্স ফোরাম এর চেয়ার কানিজ ফাতেমা প্রিয়া।