দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে ধাপে ধাপে হাজার কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে যমুনা গ্রুপ। প্রথম ধাপে ২০০ কোটি টাকা খুব শিগগিরই হস্তান্তর করা হবে বলে গত মঙ্গলবার জানানো হয়। এর পর ইভ্যালির একটি ফেসবুক গ্রুপে পোস্ট দিয়ে গ্রাহকদের আরেকটি ‘সুখবর দিলেন প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ রাসেল।
‘অফার, হেল্প অ্যান্ড রিভিউ’ নামক গ্রুপের পোস্টটিতে বলা হয়, ইভ্যালির কিছু ব্যাংক অ্যাকাউন্ট অপারেশনাল রয়েছে। ইনশাল্লাহ, আগামী সপ্তাহ থেকে লেনদেন শুরু করা যাবে। যাদের রিফান্ড ঝুলে আছে, তারা দয়া করে কনফারমেশন কলের অপেক্ষা করুন। আপনাদের সমর্থনেই আজ শক্ত অবস্থান পেয়েছে প্রতিষ্ঠানটি।
আর কিছুটা সময় চেয়ে মোহাম্মদ রাসেল বলেন, কোনো অর্ডার ও রিফান্ড ঝুলে থাকবে না। আগামী সপ্তাহ থেকে সব স্বাভাবিক হবে, পাশে থাকুন।