এমজিএম অধিগ্রহণে যে সময়ের পরিকল্পনা করা হয়েছে তার চেয়েও বেশি সময় লাগতে পারে। কারণ যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন এই অধিগ্রহণ প্রক্রিয়ার তদন্ত শুরু করেছে। খবর এনগ্যাজেট।
সূত্র বলছে, অ্যামাজন কর্তৃক এমজিএম অধিগ্রহণের ফলে বাজারে একক আধিপত্য তৈরি হবে কিনা সে বিষয়ে গভীর তদন্ত শুরু করেছে সংস্থাটি। কর্মকর্তারা মনে করছেন, এই অধিগ্রহণের ফলে শুধুমাত্র কনটেন্ট নয়, পণ্য ও সেবার ক্ষেত্রে অ্যামাজনের ‘অবৈধ আধিপত্য’ তৈরির সুযোগ রয়েছে।
এ বিষয়ে এমজিএমের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে অ্যামাজন বলছে, তদন্ত পুরোপুরি অপ্রত্যাশিত নয়। তবে এ বিষয়ে অ্যামাজন কঠোর ভূমিকা পালন করবে।
এই তদন্তের ফলে অ্যামাজন এমজিএম অধিগ্রহণ করতে পারবে না, বিষয়টি এমন নয়। তবে এই অধিগ্রহণে বিভিন্ন শর্ত জুড়ে দিতে পারে এফটিসি। ফলে প্রত্যাশার চেয়ে কয়েকমাস পিছিয়ে যেতে পারে অধিগ্রহণ প্রক্রিয়া।