টেলিযোগাযোগ মাস্টারপ্লান করতে বিশ্বের প্রথম সারির পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করতে যাচ্ছে বিটিআরসি।
টেলিযোগাযোগ খাতে দেশী-বিদেশী বিনিয়োগ আনা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই মাস্টারপ্লান ভূমিকা রাখবে বলে মনে করছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসি।
ইতোমধ্যে পরামর্শক নিয়োগে করণীয় ঠিক করতে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে নিয়ন্ত্রণ সংস্থাটি।
এই পরামর্শক নিয়োগের পরামর্শ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের। তিনি দেশে নতুন কর্মসংস্থান করা, টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ বাড়ানো, এই খাতে রাজস্ব বাড়ানো, দেশের তৈরি টেলিযোগাযোগ সেবা ও পণ্য রপ্তানিতে গুরুত্বের কথা বলছেন।
পরামর্শক প্রতিষ্ঠান মার্কেট স্টাডি করে ২০২৬, ২০৩১ এবং ২০৪১ সাল পর্যন্ত এ খাতে লক্ষ্য নির্ধারণ করবে। আর এই মাস্টারপ্লাান হলে খাতটিতে বিনিয়োগ বাড়বে।
বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মহিউদ্দিন আহমেদ বলেন, মার্কেট স্টাডি করে দেশের টেলিকম খাতের প্রকৃত অবস্থা তুলে আনবে এই পরামর্শক প্রতিষ্ঠান। বিশ্বের শীর্ষসারির খ্যাতনামা প্রতিষ্ঠানই এজন্য নিয়োগ পাবে।
‘বিশ্বের সঙ্গে আমাদের টেলিকম খাতের তুলনা দেখা যে, আমরা কতখানি পিছিয়ে বা এগিয়ে আছি, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভবিষ্যতের জন্য এখাতে এখনই কী কী করতে হবে, রোডম্যাপ কী হবে-এমন বিভিন্ন বিষয়ে কাজ করবে এই প্রতিষ্ঠান, একটা মাস্টারপ্লান করে দেবে’ বলেন বিটিআরসি চেয়ারম্যান।
কবে নাগাদ এই নিয়োগ হবে, এমন প্রশ্নে তিনি বলেন, ‘বিটিআরসি বিষয়টি নিয়ে কাজ করছে। কমিটি করা হয়েছে।’
বিটিআরসির এই কমিটি পরামর্শক প্রতিষ্ঠানের কার্যপরিধি নির্ধারণ, যোগ্যতা ঠিক করা এবং কীভাবে নিয়োগ দেয়া হবে হবে তা ঠিক করবে।