১৭ মার্চ, ২০২৩, শুক্রবার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় শিশু দিবস উপলক্ষে, হুইসেল সুবিধাবঞ্চিত শিশুদের জন্য “বাবল ফেস্টিবল” নামে একটি হ্যাপিনেস প্রোগ্রামের আয়োজন করে। ওইদিন জাগো ফাউন্ডেশন স্কুল, বনানী (কোড়াইল) শাখায় অনুষ্ঠানটি তিন শতাধিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়। এ সময় হুইসলের প্রোগ্রাম ম্যানেজার মোঃ ইকবাল হোসেন, হুইসলের প্রশাসনিক কর্মকর্তা আদিল হোসেন পরাগ এবং জাগো ফাউন্ডেশনের কমিউনিকেশন ম্যানেজার শারমিন আক্তার বৃষ্টি, জাগো ফাউন্ডেশন স্কুল, বনানী (কোরাইল) শাখার মাননীয় অধ্যক্ষসহ শিক্ষকবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে শিশুদের সাথে জাতির পিতা ও জাতীয় শিশু দিবস নিয়ে আলোচনা করেন হুইসেলের প্রোগ্রাম ম্যানেজার মোঃ ইকবাল হোসেন। এরপর জাগো ফাউন্ডেশনের কমিউনিকেশন ম্যানেজার বৃষ্টি হুইসেল আয়োজিত আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সম্পর্কে শিশুদের জানাতে আগ্রহ প্রকাশ করেন;এরপর হুইসেলের প্রোগ্রাম ম্যানেজার ইকবাল শিশুদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেন। তিনি আরও বলেন, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের পরবর্তী সিজনে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি বিশেষ ক্যাটাগরি রাখা হচ্ছে যেখানে তারা বিনামূল্যে নিবন্ধন করতে পারবে এবং শিখতে পারবে। এরপর জাগো ফাউন্ডেশনের কমিউনিকেশন ম্যানেজার বৃষ্টি জাগো ফাউন্ডেশনের পক্ষ থেকে হুইসেলকে ধন্যবাদ জানান।
হুইসলের প্রতিষ্ঠাতা ও সিইও এবং আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর গভর্নিং বডির চেয়ার, মোহাম্মদ শাহরিয়ার খান জরুরী কাজের কারণে সরাসরি অনুষ্ঠানে যোগ দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন এবং হুইসলের প্রোগ্রাম ম্যানেজারের মাধ্যমে জাগো ফাউন্ডেশনকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, এইসব শিশুদের মুখে হাসি ফোঁটাতে পেরে আমরা খুবই আনন্দিত এবং তিনি তার বার্তায় জাগো ফাউন্ডেশনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জাগো ফাউন্ডেশন পরিচালিত বিদ্যালয়ে অধ্যয়নরত সুবিধাবঞ্চিত শিশুদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। তিনি ভবিষ্যতে সুবিধাবঞ্চিতদের জন্য জাগো ফাউন্ডেশনের সাথে আরো অনেক কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সবশেষে শিশুদের মাঝে হুইসেল কর্তৃক উপহার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।