গায়ক-অভিনেতা তাহসান খানের সাথে আলোচিত-সমালোচিত ই-কমার্স সাইট ইভ্যালির আর কোনও সম্পর্ক নেই । গত মার্চের ১০ তারিখে ‘ফেস অব ইভ্যালি’ (শুভেচ্ছাদূত) হিসেবে প্রতিষ্ঠানটির সঙ্গে তার দুই বছরের চুক্তি হয়েছিল।
তবে, বিষয়টি নিয়ে তাহসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, চুক্তি বাতিলের নন-ডিসক্লোজার শর্ত অনুযায়ী এটি নিয়ে আপাতত কিছু বলবেন না। তবে ইভ্যালিতে তিনি আর নেই- এটা নিশ্চিত করেন।
জানা যায়, মে মাসের ১৫ তারিখে একটি ফেসবুক লাইভে তাহসান ও তার সাবেক স্ত্রী মিথিলা একসঙ্গে উপস্থিত হয়েছিলেন। সেটাই ছিল প্রতিষ্ঠানটির সঙ্গে এই অভিনেতার শেষ কাজ। প্রতিষ্ঠানটির পণ্য ডেলিভারি নিয়ে নানা ধরনের বিতর্কের কারণে মে মাসের মাঝামাঝি সময়ে ইভ্যালির সঙ্গে চুক্তি বাতিল করেন এই তারকা।
আরো জানা যায়, ইভ্যালি তাহসানকে শুভেচ্ছাদূত করতে ২০২০ সালে প্রথম প্রস্তাব দিয়েছিল। কিন্তু তখন সাড়া দেননি তিনি। কিন্তু ২০২১ সালে তাহসানকে একই প্রস্তাব দেওয়া হয় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যক্তিত্ব আরিফ আর হোসাইনকে দিয়ে। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাহসান প্রস্তাবটি পান। ততদিনে আরিফ আর হোসাইন ইভ্যালির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) হিসেবে যুক্ত হন।
আরিফ আর হোসেন নিজেই ঘোষণা দিয়ে ইভ্যালি ছেড়েছেন কিছু দিন আগে। এরপর ছাড়লেন তাহসান খান।
এছাড়াও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টাইটেল স্পন্সর ইভ্যালি হওয়াতে তাহসান আরও আশ্বস্ত হয়েছিলেন প্রতিষ্ঠানটির ওপর। এ কারণে প্রতিষ্ঠানটিতে নাম লেখান তিনি।
সূত্রঃ বাংলাট্রিবিউন