বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তাদের ফেস রিকগনিশন সিস্টেম বা চেহারা শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দিবে বলে জানিয়েছেন। এটি বন্ধ হলে ১ বিলিয়নেরও বেশি মানুষের মুখের তথ্য মুছে ফেলা হবে।
“এই পরিবর্তনটি প্রযুক্তির ইতিহাসে মুখের শনাক্তকরণ ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি।” বলে জানিয়েছেন ফেসবুকের নতুন মূল কোম্পানি, মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের ভাইস প্রেসিডেন্ট জেরোম পেসেন্টি। ২ নভেম্বর, মঙ্গলবার একটি ব্লগ পোস্টে বলা হয়েছে যে তিনি এ তথ্য জানান।
ফেসবুকের দৈনিক সক্রিয় ব্যবহারকারীদের এক-তৃতীয়াংশেরও বেশি সামাজিক নেটওয়ার্কের সিস্টেম দ্বারা তাদের মুখ চেনার পদ্ধতিকে বেছে নিয়েছে। এই এক-তৃতীয়াংশ মানে প্রায় ৬৪০ মিলিয়ন মানুষ।
বিশেষ করে যেহেতু নিয়ন্ত্রকদের এখনও স্পষ্ট নিয়ম প্রদান করা হয়নি তাই ক্রমবর্ধমান সামাজিক উদ্বেগের বিরুদ্ধে, ফেসবুক প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের ক্ষেত্র তৈরি করতে সচেষ্ট।