আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন ও দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (daraz.com.bd) ব্যাপক সফলতার মধ্য দিয়ে চতুর্থবারের মতো উদযাপন করল বিশ্বের সবচেয়ে বড় সেল উৎসব ইলেভেন ইলেভেন ক্যাম্পাইন। এই উৎসবে বৃহস্পতিবার ১২ টা এম থেকে রাত ১০ টা পিএম অবধি ২২ ঘন্টায় ১৭০ কোটির ও বেশি টাকার কেনাকাটা হয়েছে।
৫.১ লাখের ও বেশি কাস্টোমার ৮.১ লাখের মত অর্ডার করে মোট কেনাকাটা ১৭০ কোটি টাকা ছড়িয়ে গেছে বলে জানান দারাজ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার তাজদিদ হাসান।
তিনি আরো জানান, গত বছরের মোট বিক্রি ছিল ৮০ কোটি। তবে এবারে আশা করছি মোট বিক্রি ২০০ কোটি ছড়িয়ে যাবে।”