কোভিড-১৯ সংক্রমণ কমে আসায় আগামী ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘বিশ্ব এক্সপো-২০২০ দুবাই’। দুবাই এক্সপো থেকে এবার তিন খাতে বিদেশী বিনিয়োগ প্রত্যাশা করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এ খাতগুলো হলো খাদ্য ও কৃষিপণ্য প্রক্রিয়াকরণ শিল্প, মেডিকেল ডিভাইস ও স্বাস্থ্যসেবা খাত এবং অটোমোবাইল ও খুচরা যন্ত্রাংশ উৎপাদন।
সম্প্রতি বিডা থেকে এ-সংক্রান্ত একটি চিঠি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিডার পরিচালক মো. আশরাফুল ইসলাম মুকুট স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আগামী অক্টোবর থেকে মার্চ ২০২২ পর্যন্ত অনুষ্ঠিতব্য বিশ্ব এক্সপো-২০২০ দুবাইয়ে বাংলাদেশ অংশগ্রহণ করতে যাচ্ছে।
এ এক্সপোতে তিনটি সেমিনারের আয়োজন করেছে বিডা। যেখানে বাংলাদেশে উৎপাদিত খাদ্য ও কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ, স্বাস্থ্যসেবা ও মেডিকেল ডিভাইস এবং অটোমোবাইল খাত নিয়ে আলোচনা হবে। এ আলোচনার মূল্য লক্ষ্য এসব খাতে বিদেশী বিনিয়োগ আকর্ষণ করা।
জানা গেছে, করোনা অতিমারী মোকাবেলায় এবারের এক্সপোতে বাংলাদেশ সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য সেবা খাত ও মেডিকেল পণ্যসামগ্রী উৎপাদন খাতে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দুবাই এক্সপো থেকে বিদেশী বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব বলে মনে করছে বিডা। এরই মধ্যে ওয়ানস্টপ সার্ভিস, বিদেশী বিনিয়োগে কর রেয়াত সুবিধা প্রদান এবং বিনিয়োগের লভ্যাংশ সহজে দেশে ফেরত নেয়াসহ নানা ধরনের প্যাকেজ ঘোষণা করা হয়েছে।