গল্পগাঁথা ছোট্ট একটি গল্প- গল্প নয় গল্পকথা- কথায় পরিপূর্ণ একটি আখ্যান খুব ত মনে পড়ে সেদিনের কথা- গাঢ় আঁধারে-পথ খুঁজে বেড়ানো পাখীর ডানা ঝাপটানো বেলার কথা। আমার সত্যি মনে পড়ে করিডোরে- দাড়িয়ে থাকা-শেষ বিকেলের রোদে-স্বর্ণালী আভায় ভেসে ওঠা জারুল গাছের বেগুনী আভায় আলোকিত প্রাঙ্গন। লাইব্রেরীর সামনে তোমার অতান্ত্রিক দাডিয়ে থাকা কখনো এমন হয় – ক্লাসের ফাঁকে বারান্দায় উঁকুঝুকি- অপেক্ষা- পরিণত হয় প্রতীক্ষায় বিকেলের আলো-সন্ধ্যার পশ্চিমে গোলাপী আকাশে তাকিয়ে থাকা শেষ বিকেলের নতুন সন্ধার আহবানে রাতের জোনাক জ¦লা কাব্যগাঁথা মুক্তির মিছিল – নিকষ কালো অন্ধকারে আলোকিত বিন্দুময়- জোঁনাকের উড়ে বেড়ানো। আমাকে পথ দেখিয়ে নিয়ে যাক অদূরে – কোন পুকুর ধারে, সাগর পাড়ে এরপর মহাসাগরে- জোঁনাকের আলোয় পথ খুঁজে বেড়ানো আমি- আর কতদূর – অনেক দূর বহুদূরে পথ হাতড়ানো পথিক আমি……..। |
বৃষ্টির কান্না বৃষ্টিমাখা কান্নার একটি দুপুর- সেদিন ছিল না আলোকিত- আলোর সৌরভ। কিন্তু খুব কাছ হতে দেখা, আকাশ ছুয়ে যায় এমন একটি দিন মেঘগুলো-পাহাড়ের চ‚ড়োয় ভালেবাসার মাখামাখি হয়ে অপরুপ শোভায় নিমজ্জিত। খুব কাছ হতে সমুদ্রকে দেখেছো? আমি নোনাজলে ভেসে যেতে চাই হাতের স্পর্শে-লবনাক্ততা ঘামে ভেসে ওঠে সাদা লবণ বৃষ্টিমুখর এই বেলায়-সাগর পাড়ে আমি-কুয়াশার মত বৃষ্টির কান্না – সাগর জলে মিলেমিশে একাকার…….. সাগর-আকাশ-বৃষ্টি, কেউ আলাদা নয়-ভেসে যাক সাগর-হতে মহাসাগরে আর আকাশ-হতে মহাকাশে বৃষ্টির মেলবন্ধন-টিকে থাকুক অপেক্ষায়- আমার কান্নার জলে অত:পর বৃষ্টিতে-আকাশে-সাগরে মহাকাশে-মহাসাগরে ভালোবাসার বাঁধন হোক অটুট। |
স্থপতি মোমেনুন্নেসা (আলফা)
বি, আর্ক (বুয়েট), এমএসইএস
এমআইএবি, বাপা
ই-মেইলঃ momenunnessa@yahoo.com
মোবা: ০১৭১২১৭৬২৯৯
০১৭৬০৯৪৮৩১৮
