ভর্তি পরীক্ষায় ৫% মুক্তিযোদ্ধা কোটা অনুসরণে এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও সমন্বিত পদ্ধতিতে পরীক্ষা নেওয়া চুয়েট, রুয়েট ও কুয়েটের বিরুদ্ধে রিট দাখিল করেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলাম (তুষার) -এর পক্ষে ব্যারিস্টার মুনতাসীর উদ্দিন আহমেদ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও সমন্বিত পদ্ধতিতে পরীক্ষা নেওয়া চুয়েট, রুয়েট,কুয়েট এর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বিজ্ঞপ্তি থেকে জানা যায় উপরিউক্ত বিশ্ববিদ্যালয় গুলো ভর্তি পরীক্ষায় অন্যান্য কোটা অনুসরণ করলেও মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ করে না।
রিট কারী মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলাম তুষারের কাছে জানতে চাইলে তিনি বলেন শিক্ষা মন্ত্রণালয়,বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ভর্তি পরীক্ষায় ৫% মুক্তিযোদ্ধা কোটা অনুসরণে স্পষ্ট নির্দেশনা থাকলেও বুয়েটসহ অন্য তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে কোটা মানছিল না। এ বিষয়ে আমি ২০২১-২০২২ শিক্ষাবর্ষ থেকে মুক্তিযোদ্ধা কোটা অনুসরণে উপর্যুক্ত চার বিশ্ববিদ্যালয়,শিক্ষা মন্ত্রণালয়,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে অনেক চিঠি দেওয়া হলেও মুক্তিযোদ্ধা কোটা অনুসরণে তাদেরকে কোনো ব্যবস্থা নিতে দেখা না যাওয়ায় আমি মহামান্য হাইকোর্টে আজ ব্যারিস্টার মুনতাসীর উদ্দিন আহমেদের মাধ্যমে রিট দাখিল করি। মি. অহিদুল বলেন বেশিরভাগ বিশ্ববিদ্যালয় ৫% মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ করে থাকে কিন্তু প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুলো কেন মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ করে না তা আমাদের বোধগম্য না।যখন মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায়, যেখানে মুক্তিযোদ্ধা পরিবারের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক তখন চার প্রকৌশল বিশ্ববিদ্যালয় অন্যান্য কোটা অনুসরণ করে মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ না করা মানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জামাত শিবিরের আখড়া বলেই মনে হচ্ছে।