শিশু-কিশোরদের ওপর থেকে আসক্তি কাটাতে অনলাইন গেম খেলার সময় আরও কমিয়ে আনলো চীন। এখন থেকে ১৮ বছরের কম বয়সীরা কেবল শুক্রবার, সাপ্তাহিক ছুটি এবং অন্যান্য ছুটির দিনগুলোতে মাত্র এক ঘণ্টা অনলাইন গেম খেলতে পারবেন, সেটিও নির্দিষ্ট একটি সময়ে।
রাষ্ট্র পরিচালিত চীনের বার্তা সংস্থা সিনহুয়াকে জাতীয় প্রেস এবং পাবলিকেশন প্রশাসন বলেছে, শুক্রবার, সাপ্তাহিক ছুটি এবং অন্যান্য ছুটির দিনগুলোতে রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত অনলাইন গেম খেলার সুযোগ পাবেন ১৮ বছরের কম বয়সীরা। একই সঙ্গে প্রতিষ্ঠানটি গেমিং সংস্থাগুলোকে এই সময়ে শিশুদের বাইরে খেলতে বাধা দেওয়ার নির্দেশ দিয়েছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে চীনের রাষ্ট্রীয় একটি মিডিয়া আউটলেট অনলাইন গেমকে আফিমের নেশার সঙ্গে তুলনা করেছ।
পূর্বের নিয়ম অনুযায়ী, এতদিন চীনের শিশু-কিশোররা দৈনিক ৯০ মিনিট ও ছুটির দিনগুলোতে ৩ ঘণ্টা অনলাইন গেম খেলার সুযোগ পেত। এবার সেই সময় আরও কমে আসলো।
সূত্রঃ বিবিসি