দেশের উচ্চশিক্ষায় আগামী দিনের রূপরেখা নির্ধারণে একগুচ্ছ প্রস্তাবনা জানিয়েছেন বেসরকারি উচ্চশিক্ষালয় সংশ্লিষ্টরা। ‘বাংলাদেশে উচ্চশিক্ষার ভবিষ্যৎ নির্দেশনা’ নিয়ে আয়োজিত গোলটেবিল আলোচনায় এসব প্রস্তাবনা জানিয়েছেন তারা। বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন (বিএসপিইউএ) এবং অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটি (এপিইউবি) যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে। সোমবার (০৭ অক্টোবর) রাজধানীর বনানীতে এপিইউবির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বক্তারা দেশের প্রচলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের নানা অসঙ্গতি তুলে ধরে এর সংস্কার দাবি করেন। এছাড়াও নীতি ও আইন সংক্রান্ত কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে জানিয়ে তারা সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয় করে কাজের তাগিদ জানান। বৈঠকের প্রস্তাবগুলোর সরকারের কাছে তুলে ধরে এ যৌক্তিক সমাধান চাইবে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি।
বৈঠকে বেসরকারি গ্রিন ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ড. গোলাম সামদানী ফকির স্বাগত বক্তব্যে বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় মারাত্মক দলীয়করণ হয়েছে। এখানে ব্যবস্থাটি ভেঙে পড়েছে। এখানে শিক্ষাব্যবস্থা নিয়ে অনেক বেশি কাজ করা দরকার। আমরা সরকারের কাছে বিষয়গুলো তুলে ধরবো। এক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নেতৃত্ব প্রদান করবে।
প্রধান অতিথির বক্তব্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান ড. সবুর খান বলেন, আজকে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। কিন্তু, তা ঠিকভাবে প্রচার করা হচ্ছে না। দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়নে শিক্ষার্থী, শিক্ষক এবং বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) মিলে ভালো ব্যবস্থা গড়া যায় বলেও মনে করেন তিনি।
দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় পিএইচডি প্রোগাম অনুমোদন না দেওয়ায় ক্ষোভ জানিয়ে তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা ভারতে গিয়ে পিএইচডি নেন। কিন্তু, আমাদের এখানে সক্ষমতা থাকার ফলেও এটি অনুমোদন দেয়া হচ্ছে না। এছাড়াও তিনি দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর র্যাংকিং নিয়েও কথা বলেন তিনি।
আন্তর্জাতিক র্যাংকিংয়ে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থানের বিষয়ে উল্লেখ করে সবুর খান বলেন, আমরা প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে বাইরে ক্যাম্পাস স্থাপনের অনুমতি পেয়েছি। এটি আরও বেশি হওয়া উচিত। প্রতিবেশী ভারত এবং পাকিস্তানের যথাক্রমে ৭টি এবং ৪টি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রয়েছে। এছাড়াও তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের বিষয়ে জোর দেন।
দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিন অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন বলেন, এখানে গবেষণানির্ভর কাজ বাড়ানো উচিত। এছাড়াও শিক্ষা সার্বজনীন এবং সবার কাছে পৌঁছে দিতে কাজ করতে হবে। এছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর নিজেদের মধ্যে আন্ত:যোগাযোগ বাড়ানোর ওপরও জোর দেন তিনি।