১৬ই আগস্ট ২০২১, আয়কর বিভাগের (কর অঞ্চল-১৫) অতিরিক্ত কর কমিশনার মোঃ সিরাজুল করিম এবং উপ কর কমিশনার মোঃ নাসিম হক পলাশ এর সাথে ই-ক্যাবের অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল হক অনু’র নেতৃত্বে “ই-কমার্স খাতের কর ব্যবস্থাপনা” নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।
ই-ক্যাবের প্রতিনিধিদল ই-কমার্স খাতের কর ব্যবস্থাপনা, আইনি জটিলতাসহ আরোও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। কর ব্যবস্থাপনায় ই-ক্যাব সদস্যরা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হয় সে নিয়েও বিস্তারিত আলোচনা হয়। অতিরিক্ত কর কমিশনার মোঃ সিরাজুল করিম ই-ক্যাব প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন, সেটি তারা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন এবং ভবিষ্যতে কর অঞ্চল-১৫ এবং ই-ক্যাব যৌথভাবে সেমিনার আয়োজন করবে।
সভায় উপস্থিত ছিলেন, ডিরেক্টর সাঈদ রহমান, জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম শোভন, ই-ক্যাব ইনভেষ্টমেন্ট স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান ফারহা মাহমুদ তৃনা এবং ই-ক্যাব সেক্রেটারিয়েট থেকে উপস্থিত ছিলেন এসিস্টেন্ট ম্যানেজার মোঃ শাখাওয়াত হোসেন ও সিনিয়র এক্সকিউটিভ মোঃ শাহাদাৎ হোসেন।