ই-অরেঞ্জের সাবেক চিফ অপারেটিং অফিসার (সিওও) নাজমুল আলম রাসেলের বিরুদ্ধে প্রতারণা করে গ্রাহকদের ১১শ’ কোটি টাকা আত্মসাতের মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর ছিদ্দিকের আদালত রবিবার (২৯ আগষ্ট) শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করলে প্রথমে আসামিকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত এরপর এরপর রিমান্ড শুনানি হয়।
অপরদিকে আসামি রাসেলের পক্ষে শান্তনু ধর রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষে গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আলমগীর হোসেন এর বিরোধিতা করেন। ফলে উভয়পক্ষের শুনানি শেষে আদালত রাসেলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।