জনপ্রিয় ই-কমার্স সাইট কিউকম এর নতুন ক্যাম্পেইন “কিউকম কুইকার” পুনরায় চালু হচ্ছে আগামী ২৬ আগস্ট থেকে। “বিগ ডিসকাউন্ট, বিগ সারপ্রাইজ” স্লোগানে এই ক্যাম্পেইনে থাকছে বাইক এবং মোবাইল ফোন। এটি কিউকম এর চতুর্থ “কুইকার” ক্যাম্পেইন যেখানে অর্ডারের ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে থাকছে ডেলিভারির সুবিধা বলে জানিয়েছে কিউকম। হোন্ডা, ইয়ামাহা, বাজাজ বাইক সহ মটোরোলা, শাওমি, ভিভোসহ অন্যান্য ফোন পাওয়া যাবে কিউকম কুইকার এ।
কিউকম এর হেড অফ সেলস, কমিউনিকেশন এন্ড পাবলিক রিলেশন হুমায়ুন কবির নিরব বলেন, পূর্বের কিউকম কুইকার ক্যাম্পেইনে দারুণ সাড়া পেয়েছি আমরা। তাই আগামী সপ্তাহে আবারও আসছে কুইকার ক্যাম্পেইন।