টেলিপ্রেস আইকনিক অ্যাওয়ার্ডে এভিয়েশন সেক্টরে সেরা কর্পোরেট ব্যক্তিত্ব হিসেবে সম্মাননা পেলেন ইউএস-বাংলা গ্রুপের জেনারেল ম্যানেজার, পাবলিক রিলেশন কামরুল ইসলাম। এভিয়েশন সেক্টরে অবদান রাখায় সেরা কর্পোরেট ব্যক্তিত্ব হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। গতকাল সোমবার (৭ মার্চ) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এ অনুষ্ঠানে তার হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
সম্মাননা প্রসঙ্গে কামরুল ইসলাম বলেন, “আমি দীর্ঘদিন ধরেই দেশের এভিয়েশন সেক্টরে অবদান রাখছি। এ ধরনের সম্মাননা আমাকে আরো উৎসাহিত করবে।”