দেশের জনপ্রিয় ইকমার্স প্রতিষ্ঠান কিউকম এ ১৮ আগস্ট সন্ধ্যা ৭টা থেকে শুরু হচ্ছে বিখ্যাত মোবাইল ব্র্যান্ড কিউকমের এক্সক্লুসিভ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে মটোরোলা মটো জি-৪০ ফিউশন এবং মটো জি-৬০ ফোন দুটি বিশেষ ডিসকাউন্টে বিক্রি শুরু হবে। এই ক্যাম্পেইনটির নাম দেওয়া হয়েছে “মটো নাইট”।
মটোরোলা জি৬০ তে থাকছে স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর, ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাশাপাশি মটো জি৪০ ফিউশন এ থাকছে স্নাপড্রাগন ৭৩২ জি প্রসেসর, ১২০ হার্জের ৬.৮ ইঞ্চি ডিসপ্লে এবং ৬৪ মেগাপিক্সেল হাই রেজুলেশন ক্যামেরা।
উল্লেখ্য, ই-কমার্স সাইট কিউকমে পাওয়া যাচ্ছে বিখ্যাত মােবাইল ব্র্যান্ড মটোরােলার নতুন হ্যান্ড সেট মটো জি-৪০ ফিউশন এবং মটো জি-৬০। মােবাইল দুটো শুধুমাত্র ই-কমার্স প্লাটর্ফম কিউকম – এ সাধারন কাস্টমার এর জন্য উন্মুক্ত করা হয়েছে। বাংলাদেশে উক্ত মােবাইল ফোন দুটির একমাত্র আমদানীকারক সেল এক্সট্রা লিমিটেড এবং কিউকম -এর মধ্যকার একটি ব্যবসায়িক চুক্তি অনুযায়ী, সেল এক্সট্রা লিমিটেড ইতােমধ্যেই আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিশ্বখ্যাত মােবাইল ব্রান্ড মটোরােলা এর মােটো জি-৪০ফিউশন এবং মােটো জি-৬০ এর ই-কমার্স ভিত্তিক ক্রয়ের ক্ষেত্রে বাংলাদেশে শুধুমাত্র কিউকম-এই পাওয়া যাবে; অন্য কোনাে ই-কমার্স সাইটে এই দুটি মােবাইল ফোন বিক্রয় হবে না।