বন্দরনগরী চট্টগ্রামে প্রায় তিন হাজার গ্রাহকের সাথে কিউকম এর মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় চট্টগ্রামের বারকোড রেস্টুরেন্টে এ মিলনমেলার আয়োজন করা হয়।
এ মিলনমেলায় উপস্থিত ছিলেন কিউকম এর ম্যানেজিং ডিরেক্টর রিপন মিয়া, মিসেস রিপন মিয়া, কিউকমের হেড অফ সেলস, কমিউনিকেশন এন্ড পাবলিক রিলেশন হুমায়ুন কবির নিরব। এছাড়াও কিউকমের অন্যান্য কর্মকর্তা, গ্রাহক, মার্চেন্ট এবং শুভাকাঙ্খীরা মিলনমেলায় উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে কিউকমের ম্যানেজিং ডিরেক্টর রিপন মিয়া বলেন, আমরা বন্দরনগরী চট্টগ্রামে সম্পূর্ণ বিশেষভাবে কিউকমের কার্যক্রম চালাতে চাই। সবার জন্য আরও চমক আসছে। তিনি আরো বলেন, গ্রাহকরা কিউকমের পরিবারের সদস্য। গ্রাহকদের সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য আমরা দেশের বিভিন্ন জায়গায় আরো অনেক মিটআপের আয়োজন করব খুব শীঘ্রই।
কিউকমের হেড অফ সেলস, কমিউনিকেশন এন্ড পাবলিক রিলেশন হুমায়ুন কবির নিরব বলেন,
গ্রাহকদের ভালোবাসায় এগিয়ে যাচ্ছে কিউকম। আজকের মিটআপে প্রায় তিন হাজার গ্রাহক উপস্থিত ছিলেন। আশা করছি আমরা দেশের অন্যান্য জায়গায় বেশি বেশি মিটআপ আয়োজন করে গ্রাহকদের সাথে সম্পর্ক আরও দৃঢ় করব।