লিনেক্স ও বেঙ্গল মোবাইল ডিলারদের নিয়ে আয়োজন করেছে লিনেক্স ও বেঙ্গল মোবাইলের ফ্যাক্টরি গ্র্যান্ড ওপেনিং। ২ সম্প্রতি রাজধানীর অভিজাত একটি হোটেলে জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম, এমপি। এছাড়া আরো উপস্থিত ছিলেন লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর হুমায়ূন কবির বাবলু ও চিফ অপারেটিং অফিসার (সিওও) ইঞ্জিনিয়ার নাহিদুল ইসলাম। গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং মোবাইল ফোন পরিবেশকবৃন্দ।
উদ্বোধন অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, দেশের উৎপাদিত মোবাইল ফোন দেশের নিজস্ব বাজারের চাহিদা প্রায় শতভাগ মিটিয়ে এখন দেশের বাইরে রপ্তানি হচ্ছে। আমাদের ছেলেমেয়েরা দক্ষতার সাথে এসব তৈরি করছে। এর মাধ্যমে যেমন আমাদের দেশে কর্মসংস্থানের তৈরি হচ্ছে তেমনি আমরা একটা নতুন মাইলফলকের দিকেও যাচ্ছি।
বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম, এমপি বলেন, বর্তমান সরকারের একান্ত প্রচেষ্টা এবং উৎপাদনবান্ধব নিয়মনীতির কারণে দেশে মোবাইল শিল্পের বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। একটা সময় ছিল যখন মোবাইলফোন আমদানি করতে হত। এখন দেশেই মোবাইল সেট তৈরি হচ্ছে। লিনেক্স মোবাইলের ফ্যাক্টরিটি থেকে প্রতি মাসে ২ লাখ হ্যান্ডসেট তৈরি হবে। এর পাশাপাশি দেশে বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।
উল্লেখ্য, লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেড বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর একটি অঙ্গপ্রতিষ্ঠান। গাজিপুরের ডোমনা কাশিমপুরে অবস্থিত নতুন এই মোবাইল ফোন সংযোজন কারখানার মোট আয়তন চল্লিশ হাজার স্কয়ার ফুট এবং প্রতিমাসে কারখানার উৎপাদন ক্ষমতা প্রায় দুই লাখ মোবাইল ফোন এবং এখানে কর্মসংস্থান হয়েছে ৪০৪ জনের।