গ্রাহকদের ১০০০ কোটির বেশি টাকা আত্মসাৎ এর অভিযোগের প্রক্ষিতে সোনিয়া মেহজাবিনসহ প্রতিষ্টানটির ৫ জন মালিকের দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। এই পাঁচজন হলেন : মাসুকুর রহমান, আমানউল্ল্যাহ, বিথী আক্তার, কাউসার আহমেদ ও সোনিয়া মেহজাবিন।
ইতিপূর্বে গ্রাহকদের এক হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলার জামিন আবেদন নামঞ্জুর করে ই-ওরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর আগে আজ মঙ্গলবার (১৭ আগস্ট) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিকের আদালতে সোনিয়া ও তার স্বামী আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। তবে শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, অর্ডার করা পণ্য পেতে সোমবার (১৬ আগস্ট) রাজধানীর গুলশান-১ এর সড়ক অবরোধ করেন ই-অরেঞ্জের গ্রাহকরা। এরপর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন তারা।