জাতীয় শোক দিবস উপলক্ষে আমরাই ডিজিটাল বাংলাদেশ ফাউন্ডেশন এবং বিএসসিএল এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদের নেতৃত্বে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময়ে আমাদের সাথে ছিলেন আমরাই ডিজিটাল বাংলাদেশ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং মাননীয় সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা, আমরাই ডিজিটাল বাংলাদেশ ফাউন্ডেশনের আরেক ভাইস চেয়ারম্যান এবং ইউজিসির সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারি আছিয়া নীলা, কার্যনির্বাহী সদস্য বরদা ভূষণ রায় লিটন এবং এ এইচ এম জাহিদুর রেজা চন্দন।
আমাদের সাথে আরও ছিলেন ই-ক্যাবের ডিরেক্টর সাইদুর রহমান, বিশিষ্ট তথ্য ও প্রযুক্তি ব্যবসায়ী রওশন কামাল জেমস, আইয়ুব হোসেন উজ্জ্বল, রুহুল কুদ্দুস ছোটন, রায়হানুল হক এবং নাজিব রাফিসহ অন্যান্য।
আমরাই ডিজিটাল বাংলাদেশ এর কার্যক্রম সম্পর্কে সংগঠনের সেক্রেটারি জেনারেল লিয়াকত হোসেন বলেন, “সর্বশ্রেষ্ঠ বীর বাঙালি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ ও সংগ্রামী জীবন; জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে যাওয়া এবং ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রত্যয়ের প্রধান প্রকৌশলী সজীব ওয়াজেদ জয়ের স্বপ্নদর্শী নেতৃত্ব ও দেশকে উন্নত এবং সমৃদ্ধ করার লক্ষ্যে ও ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উদ্যোগসহ ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাগুলো মানুষের মধ্যে তুলে ধরা এবং ডিজিটালাইজেশনের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে ‘আমরাই ডিজিটাল বাংলাদেশ’ ফাউন্ডেশন।”