অমর একুশে বইমেলায় বিকাশ পেমেন্টে সর্বোচ্চ বই বিক্রেতা প্রকাশনা সংস্থা তাম্রলিপি, বাতিঘর ও অমরাবতীকে পুরস্কৃত করেছে বিকাশ। বিকাশের পক্ষ থেকে জানানো হয়েছে তিন ক্যাটাগরিতে সেরা বিক্রেতা হিসেবে এই প্রকাশনাগুলোকে পুরস্কৃত করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্যাভিলিয়ন ক্যাটাগরিতে বিকাশের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক পেমেন্ট গ্রহণ করে প্রথম পুরস্কার হিসেবে আইফোন জিতেছে তাম্রলিপি। আর স্টল ক্যাটাগরিতে বাতিঘর ও অমরাবতী জিতে নিয়েছে স্যামসাংয়ের দুই মডেলের দুটি মোবাইল ফোন।
সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে তাম্রলিপির প্রকাশক এ কে এম তারিকুল ইসলাম রনি, বাতিঘরের স্বত্বাধিকারী দীপংকর দাশ এবং অমরাবতীর প্রকাশক এম এ মতিন পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিকাশের হেড অব মার্চেন্ট বিজনেস মোহাম্মদ ইরফানুল হক, ডেপুটি জেনারেল ম্যানেজার সিরাজুল মাওলা এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ ও জ্যেষ্ঠ সহ-সভাপতি মিলনকান্তি নাথ।