দীর্ঘ ৫ বছর অতিক্রম করে ৬ বছরে পা রাখলো বাংলাদেশের জনপ্রিয় কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান “স্টিড ফাস্ট কুরিয়ার”। ২০১৬ সালের ১ সেপ্টেম্বর যাত্রা শুরু করে স্টিড ফাস্ট কুরিয়ার। মাত্র ৫ জন রাইডার নিয়ে শুরু করা এ প্রতিষ্ঠানটিতে বর্তমানে কাজ করছেন ছয় শতাধিক কর্মী। দেশের বিভিন্ন জেলায় ৩০ টি হাব এবং ১৫ কাভার্ড ভ্যান নিয়ে ৬ শতাধিক ডেলিভেরি কর্মীর মাধ্যমে প্রতিদিন প্রায় ছয় হাজারেরও বেশি পার্সেল ডেলিভারি দিয়ে সেবা দিচ্ছে স্টিড ফাস্ট কুরিয়ার।
পথ চলার ৫ বছর পূর্তি উপলক্ষ্যে স্টিড ফাস্টের ম্যানেজিং ডিরেক্টর কে এম রিদওয়ানুল বারি জিওন বলেন, আমরা বাংলাদেশের ১ নম্বর কুরিয়ার হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই। ই-কমার্স ডেলিভারির সমস্যা গুলো অতি দ্রুত সমাধান করে উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে চাই আমরা।
একটি মন্তব্য
আমরা দোয়া করি বাংলাদেশের ১ নম্বর কুরিয়ার হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে কে এম রিদওয়ানুল বারি জিওন ভাই এর স্টিড ফাস্ট কুরিয়ার।