দেশব্যাপী প্রযুক্তি ও সফটওয়্যার পণ্য পরিবেশক ও বিপণন ভিত্তিক অনলাইন প্লাটফর্ম টগির সকল পণ্য পাওয়া যাবে কিউকমে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) কিউকম এর সাথে টগির একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে টগির সব পণ্য পাওয়া যাবে কিউকমে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিউকম এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও রিপন মিয়া, হেড অব সেলস,কমিউনিকেশন এবং পাবলিক রিলেশন হুমায়ুন কবির নীরব, হেড অব অপারেশন সাজিদুর রহমান সজীব এবং টগির সিইও আবু তৈয়ব।
উল্লেখ্য, টগি বসুন্ধরা গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি নিজস্ব ব্রান্ডের বিভিন্ন পণ্য তৈরির পাশাপাশি ল্যাপটপ, মনিটর, প্রিন্টার, কাগজ ও ইলেকট্রনিক গ্যাজেটসহ আরও অনেক ইলেক্ট্রনিক্স পণ্য আমদানি করে আসছে