এসএসবি লেদার এনেছে আকর্ষণীয় ডিসকাউন্টে জাদুর বক্স। প্রতিটি জাদুর বক্সের মূল্য থেকে অধিক বা প্রায় দ্বিগুন মূল্যের প্রোডাক্ট থাকবে। জাদুর বক্সে জুতো, বেল্ট, চাবি রিং, ওয়ালেট, ব্যাগ, পাসপোর্ট হোল্ডার সহ আরও অনেক প্রোডাক্ট থাকতে পারে।
আজ রাত ৯টা থেকে রাত ১২ টা পর্যন্ত মাত্র ৪ ঘন্টায় অর্ডার করা যাবে এই আর্কষণীয় জাদুর বক্স। জাদুর বক্স শুধুমাত্র প্রি পেমেন্ট করে অর্ডার করা যাবে। আর্কষণীয় জাদুর বক্সগুলো থাকবে যথাক্রমে ৪৯৯,৬৯৯, ৯৯৯, ১৪৯৯, ১৯৯৯, ২৫৯৯, ৩৫৯৯ টাকার। ৫ থেকে ৭ কর্মদিবসে ডেলিভেরি করা হবে বলে জানিয়েছে এসএসবি লেদার।
অর্ডার করার লিংকঃ
https://ssb.ltd/MagicBox