ক্লাউড ভিত্তিক ব্যাক অফিস সাপোর্ট প্রভাইডার এসএমই ভাই এবং নারী উদ্যোক্তাদের উন্নয়নের প্লাটফর্ম গো-দেশীর মধ্যে গত বৃহস্পতিবার ২১ এপ্রিল, ২০২২ গুলশানে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তি অনুসারে গো-দেশীর নারী উদ্যোক্তাদের ব্যবসার উন্নয়ন এর জন্য প্রয়োজনীয় ট্রেইনিং, মার্কেটিং, বুক কিপিং সলিউশন ইত্যাদি সাপোর্ট প্রদান করবে এসএমই ভাই। উক্ত সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমই ভাইয়ের ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর মেহেদী হাসান সাগর এবং গো-দেশী এর ফাউন্ডার সাবেরা আনোয়ার।
গো-দেশী ২২,০০০ জনের বেশি নারী উদ্যোক্তাদের এমন একটি প্লাটফর্ম যারা দেশীয় ডিজাইনারদের তৈরি পণ্য কাস্টমারদের কাছে পৌঁছে দেয়া এবং তাদের কাজে দেশীয়- আন্তর্জাতিক পর্যায়ে প্রমোট করে থাকেন। অন্যদিকে এসএমই ভাই ক্লাউড নির্ভর অফিস বিজনেস সলিউশন প্লাটফর্ম যারা অ্যাডভান্সড প্রযুক্তি ব্যবহারের ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের ব্যবসার উন্নয়নে সহায়তা করে থাকে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে গো-দেশীর মেম্বাররা এসএমই ভাইয়ের কাছে বিশেষ অফারে বিভিন্ন ধরনের সুবিধা পাবেন।