দেশের সুপরিচিত অর্গানিক ফুড ব্র্যান্ড ন্যাচারালস উদ্বোধন করল নতুন বিউটি, স্কিন এবং হেয়ার কেয়ার ব্র্যান্ড “পার্ল”। শুক্রবার রাজধানীর সিক্স সিজন্স হোটেল এক জমকালো অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং হ্যাপিনেস কোচ মোঃ ইলিয়াস কাঞ্চন “পার্ল”-এর শুভ উন্মোচন ঘোষণা করেন এবং পার্ল-এর বিভিন্ন প্রোডাক্ট ক্যাটেগরির আদ্যোপান্ত তুলে ধরেন।
তিনি বলেন, “মানুষের ভিতরের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের আত্মপ্রকাশই হলো পার্ল। পার্ল শুধু নারীর সৌন্দর্যের যত্নই নেবে না, নারীর সত্যিকারের যে স্বরূপ তাকেও বিকশিত করবে।”
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী তানিজনা তিশা। অনুষ্ঠানে ন্যাচারালস এবং পার্ল-এর সকল পরিচালকবৃন্দ, ম্যানেজিং ডিরেক্টর, ভাইস-চেয়ারম্যান, হেড অফ কর্পোরেট সেলস থেকে শুরু করে এমপ্লয়ি এবং ন্যাচারালস পরিবারের সবাই উপস্থিত ছিলেন।