বিশ্ববিখ্যাত মােবাইল ব্র্যান্ড মটোরােলার নতুন হ্যান্ড সেট মােটো জি-৪০ ফিউশন এবংমােটো জি-৬০ মােবাইল ফোন শুধু মাত্র বাংলাদেশের বৃহৎ এবং জনপ্রিয় ই-কমার্স প্লাটর্ফম কিউকম – এ সাধারন কাস্টমার এর জন্য উন্মুক্ত করা হয়েছে। বাংলাদেশে উক্ত মােবাইল ফোন দুটির একমাত্র আমদানীকারক সেল এক্সট্রা লিমিটেড এবং কিউকম -এর মধ্যকার একটি ব্যবসায়িক চুক্তি অনুযায়ী, সেল এক্সট্রা লিমিটেড ইতােমধ্যেই আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিশ্বখ্যাত মােবাইল ব্রান্ড মটোরােলা এর মােটো জি-৪০ফিউশন এবং মােটো জি-৬০ এর ই-কমার্স ভিত্তিক ক্রয়ের ক্ষেত্রে বাংলাদেশে শুধুমাত্রকিউকম-এই পাওয়া যাবে; অন্য কোনাে ই-কমার্স সাইটে এই দুটি মােবাইল ফোন বিক্রয় হবে না।
এ সময় উপস্থিত ছিলেন কিউকম এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মােঃরিপন মিয়া, সেল এক্সট্রা প্রধান নির্বাহী কর্মকর্তা সাকিব আরাফাত, প্রধান বিপণন ওজনসংযােগ কর্মকর্তা হুমায়ন কবির ( আরজে নিরব ) ও মডেল অভিনেত্রী সালহা খানম নাদিয়া এ ব্যাপারে কিউকম এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মােঃ রিপন মিয়া বলেন, বাংলাদেশের সাধারণ কাস্টমার এর অনেক পছন্দের মােবাইল ফোন কিউকম এন্ড সেলএক্সট্রা লিমিটেড এর যৌথ প্রচেষ্টায় বাংলাদেশ এর কাস্টমার এর জন্য আনতে পেরে কিউকম পরিবার অনেক আনন্দিত এবং ভবিষ্যতে মটোরােলার নতুন ফোন গুলাে শুধুমাত্র কিউকম পাওয়া যাবে।
এছাড়াও কিউকম এর হেড অফ সেলস,কমিনিকেশন এন্ড পাবলিক রিলেশন আর, জে নিরব বলেন, মটোরােলা বাংলাদেশে পরিচিত একটিগ্লোবাল মােবাইল ব্র্যান্ড এবং তাদের মােবাইল এর ডিজাইন গুলাে সব বয়সী মানুষ এর কাছে অনেক পছন্দের এবং দীর্ঘ ১২ বছর পর সেল এক্সট্রা লিমিটেড এর সহায়তাই বাংলাদেশের বাজারে ফোন দু’টি সাধারন কাস্টমার এর জন্য উন্মুক্ত করতে পেরে আমাদের অনেক ভাল লাগছে।
আমরা আশা বাদি কিউকম এন্ড সেলএক্সট্রা লিমিটেড এক হয়ে আপনাদের অনেক ভাল এবং মানসম্পন্ন মটোরােলা ফোন উপহার দিতে পারবো।