সাকিবের ই-কমার্স মোনার্ক মার্টের সাথে গ্রাম লিমিটেড
গ্রাম লিমিটেডের সাথে সাকিব আল হাসানের ই-কমার্স মোনার্ক মার্টের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মতিঝিলে মোনার্ক হোল্ডিংস হেড অফিসে ৭ই আগস্ট সোমবার এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি আয়োজিত হয়।
এডটেক ও এয়ারপোর্ট লাউঞ্জের সুবিধা গ্রাহকদের কাছে অনলাইনের মাধ্যমে পৌঁছে দিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। গ্রাম লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান i1class.com এবং শুভেচ্ছা লাউঞ্জ-এর সকল পণ্য ও সেবা অনলাইনে প্রদানের উদ্দেশ্যে এই ব্যবসায়িক সমঝোতায় আসে মোনার্ক মার্ট। এতে অনলাইনে সারা দেশের ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছে যাবে শিক্ষামূলক বিভিন্ন কোর্স কন্টেন্ট। অন্যদিকে শুভেচ্ছা লাউঞ্জের মাধ্যমে অভ্যন্তরীণ ও বৈদেশিক ফ্লাইটে যাতায়াতকারী সম্মানিত যাত্রীগণ এয়ারপোর্টে ভারি লাগেজ ও অন্যান্য পণ্য পরিবহনে বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন।