স্মার্ট বাংলাদেশ ভিশন বাস্তবায়নে অবদান রাখায় বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড দিয়েছে গ্লোবাল পেমেন্ট টেকনোলজি কোম্পানি মাস্টারকার্ড। ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২২’ নামের এই আয়োজনে প্রতিষ্ঠানটি ১৫টি ক্যাটাগরিতে বাংলাদেশে শীর্ষ পার্টনার ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ফিনটেক এবং মার্চেন্টদের বিভিন্ন ক্যাটাগরিতে স্বীকৃতি দিয়েছে। এবারের অ্যাওয়ার্ডস-এর বিষয়বস্তু ছিল ‘টুয়োর্ডস এ স্মার্ট ট্রান্সফর্মেশন’ ও সরকারের ‘স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১’ বাস্তবায়নে সহযোগিতার প্রতিশ্রুতি পুর্নব্যক্ত করা।
রাজধানীতে অনুষ্ঠিত এই অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকার-এর বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী টিপু মুনশি; ‘গেস্ট অব অনার’ হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংক এর নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম; অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিকাশ ভার্মা, চিফ অপারেটিং অফিসার, সাউথ এশিয়া, মাস্টারকার্ড, মাস্টারকার্ড বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল সহ পার্টনার ব্যাংক, ফিনটেক ও মার্চেন্ট পার্টনার সমূহের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত সম্মানিত অতিথিরা।
পুরস্কার প্রদান করা ক্যাটাগরিগুলো হলো- এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ডেবিট বিজনেস (ডোমেস্টিক) ২০২১-২২, এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ডেবিট বিজনেস (ইন্টারন্যাশনাল) ২০২১-২২, এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ক্রেডিট বিজনেস (ডোমেস্টিক) ২০২১-২২, এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ক্রেডিট বিজনেস (ইন্টারন্যাশনাল) ২০২১-২২, এক্সিলেন্স ইন মাস্টারকার্ড প্রিপেইড বিজনেস ২০২১-২২, এক্সিলেন্স ইন মাস্টারকার্ড কন্টাক্টলেস (ইসুয়িং) ২০২১-২২, এক্সিলেন্স ইন মাস্টারকার্ড কন্টাক্টলেস (অ্যাকুয়ারিং) ২০২১-২২, এক্সিলেন্স ইন মাস্টারকার্ড পিওএস অ্যাকুয়ারিং বিজনেস ২০২১-২২, এক্সিলেন্স ইন মাস্টারকার্ড অনলাইন অ্যাকুয়ারিং বিজনেস ২০২১-২২, এক্সিলেন্স ইন নিউ ক্যাটাগরি ২০২১-২২, এক্সিলেন্স ইন মাস্টারকার্ড বিজনেস গ্রোথ ২০২১-২২, এক্সিলেন্স ইন মাস্টারকার্ড রেমিট্যান্স বিজনেস ২০২১-২২, এক্সিলেন্স ইন ডিজিটাল ইনোভেশন ২০২১-২২, এক্সিলেন্স ইন মাস্টারকার্ড বিজনেস (মার্চেন্ট)- পিওএস ২০২১-২০২২, এক্সিলেন্স ইন মাস্টারকার্ড বিজনেস (মার্চেন্ট)- অনলাইন ২০২১-২২।
মাস্টারকার্ড সাউথ এশিয়ার চিফ অপারেটিং অফিসার বিকাশ ভার্মা বলেন, “সহজ ও নিরাপদ ফিনান্সিয়াল ইকোসিস্টেম তৈরির মাধ্যমে বাংলাদেশে তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ আর্থিক সেবাখাতের বিস্তৃতির এই প্রচেষ্টায় পাশে থাকতে পেরে মাস্টারকার্ড গর্বিত। যেহেতু বাংলাদেশ জ্ঞান-ভিত্তিক সমাজে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছে, মাস্টারকার্ড পার্টনারদের সঙ্গে নিয়ে ও প্রযুক্তির সক্ষমতা কাজে লাগিয়ে গ্রাহকদের আরো বেশি পেমেন্ট ও কমার্স অপশন প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রবৃদ্ধিতে অবদান রাখছে এমন সব প্রয়োজনীয় ও অভিনব ডিজিটাল পেমেন্ট সল্যুশন উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে আজ স্থানীয় প্রতিষ্ঠান সমূহকে পুরস্কৃত করতে পেরে মাস্টারকার্ড আনন্দিত।”