তথ্য-প্রযুক্তির মাধ্যমে শিশু-কিশোরদের বর্ণমালা শেখার বই “লার্ন অ্যালফাবেট উইথ টেকনোলজি”– এর বইয়ের মোড়ক উম্মোচন করলেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। সম্প্রতি রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে আয়োজিত ন্যাশনাল ইয়ুথ ক্যারিয়ার কার্নিভাল নামক তারুণ্য বিষয়ক একটি অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন তিনি।
অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ, আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্পের পরিচালক মো. আলতাফ হোসেন, বেসিস এর সভাপতি রাসেল টি আহমেদ, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ আলমাস কবির, অন্ট্রাপ্রেনিউরস ক্লাব অব বাংলাদেশ (ই-ক্লাব) এর সভাপতি মোহাম্মদ শাহরিয়ার খান প্রমুখ।
“লার্ন অ্যালফাবেট উইথ টেকনোলজি” বইটি শিশু কিশোরদের বর্নমালা শেখার একটি বই যেখানে বর্নমালা শেখার সাথে সাথে তথ্য-প্রযুক্তির বিভিন্ন বিষয়ের সাথে পরিচয় হতে পারবে শিশুরা। বইটিতে প্রথাগত এ ফর অ্যাপল, বি ফর বল ইত্যাদি শব্দ ব্যবহার না করে এ ফর অ্যান্ড্রয়েড , বি ফর ব্লুটুথ, সি ফর কম্পিউটার ইত্যাদি উদাহরণ ব্যবহার করে তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয় শেখানো হয়েছে।
বইটির লেখক শামীমা বিনতে জলিল বলেন হুইসেল হচ্ছে এমনই এক শিশুতোষ প্লাটফর্ম যা মূলত শিশুদের শিক্ষা, সহশিক্ষা, দৈনন্দিন প্রয়াজনাবলি মেটানোর জন্য কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। এটি শিশু কিশোরদের ৩৬০ ডিগ্রি প্ল্যাটফর্ম হুইসেল। বইটি হুইসেলের ফেসবুক পেজ, ওয়েবসাইট, বিভিন্ন ই-কমার্স মার্কেটপ্লেস এবং স্টেশনারি শপগুলোতে পাওয়া যাবে।
এ বই প্রসঙ্গে হুইসেলের ভাইস চেয়ারম্যান মিঠু মোড়ল বলেন, আমরা চাই শিশু কিশোররা যাতে ছোটবেলা থেকেই টেকনোলজির সাথে পরিচিত হয়ে ওঠে। এই লক্ষ্যেই লার্ন অ্যালফাবেট উইথ টেকনোলজি বইটি লেখা হয়েছে।
“লার্ন অ্যালফাবেট উইথ টেকনোলজি” বইটির আইডিয়া ও কন্সেপ্ট ক্রিয়েটর মোহাম্মদ শাহরিয়ার খান বলেন, গত তিন প্রজন্ম ধরে আমরা একই ধরণের শিক্ষায় শিক্ষিত হচ্ছি। কিন্তু বর্তমানে টেকনোলজি ছাড়া সামনে এগুনোর কথা চিন্তাও করা যায় না , তাই আমাদের শিশুদের শিশুকাল থেকেই টেকনোলজির সাথে পরিচয় করিয়ে দিতে এই উদ্যোগ। তিনি শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ করেন এই ধরণের বই যেন আমাদের প্রাইমারি স্কুল এ অন্তর্ভুক্ত করা হয়।
হুইসেল এর সিইও আরেফীন দিপু হুইসেল এর মাধ্যমে শিশুদেরকে টেকনোলজির সাথে পরিচয় করিয়ে দেবার জন্য কিডস রোবোটিক্স , কিডস কোডিং, কিডস টেকনোলজি , কিডস প্ল্যানার , কিডস রাইটিং সহ আরো আধুনিক ও সমসায়িক শিক্ষা উপকরণ , ট্রেনিং ও বই খুব শীঘ্রই হুইসেল প্লাটফর্ম এর সাথে আসছে বলে জানান।
মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেন, ২০৪১ সালের পৃথিবীতে নিজেকে প্রতিষ্ঠিত হলে এখন থেকেই আমাদের শিক্ষাক্রম পরিবর্তন করতে হবে আর তার শুরু করতে হবে শিশুদের দিয়েই। তাই তিনি হুইসেল এর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন হুইসেল এর হেড অফ প্রডাক্ট ডেভেলপমেন্ট মাকসুদা হাসান তনিমা, হেড অফ মার্কেটিং মাজহারুল ইসলাম বেগ, হেড অফ এডমিন রায়হান চৌধুরী রনি, হেড অফ কোর্স ডেভেলপমেন্ট আনিকা নায়ার তূর্ণা ও হেড অফ বুকশপ সিহাব আহমেদ স্বাধীন।