আসন্ন ই-ক্যাব নির্বাচনে ই-কমার্স সেলার এসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদ্যোক্তা মুহাম্মাদ ইসমাইল হুসাইন।
বিডিএক্সক্লুসিভ নামে ওয়েবসাইট ও ফেসবুকের মাধ্যমে ২০১৫ সাল থেকে রেডিমেড গার্মেন্টসকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ করছেন তিনি।
নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে তিনি বলেন, ‘ই-কমার্স ব্যবসার প্রাণ হলো বিভিন্ন মার্কেটপ্লেস সেলার ও ফেসবুক নির্ভর উদ্যোক্তা। কিন্তু ই-কমার্স ব্যবসার প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার পর থেকে তাদের কল্যাণে তেমন কোনো ভূমিকা রাখা হয়নি। আমি সেলারদের কল্যানে কাজ করতে চাই।