বাংলাদেশে প্রথমবারের মতো বিপিএলের আদলে হতে যাওয়া হকি ফ্র্যাঞ্চাইজি লিগ (হকি চ্যাম্পিয়নস ট্রফি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৮ অক্টোবর হতে। দর্শকরা হকি চ্যাম্পিয়নস ট্রফির খেলা দেখার টিকিট কাটতে পারবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট থেকে। দর্শকরা মাঠে গিয়ে খেলা দেখার জন্য মোনার্ক মার্ট হতে ই-টিকেট কাটতে পারবেন কোন ধরনের ঝামেলা ছাড়াই। টিকেট কাটার জন্য ভিজিট করতে হবেঃ
https://monarchmart.com/category/E-Ticket-3mhbu
উল্লেখ্য, ২৮ অক্টোবর হতে অনুষ্ঠিত হতে চলেছে হকি চ্যাম্পিয়নস লীগ যেখানে ৬টি দল অংশগ্রহন করছে। প্রস্তাবিত পদ্মা বিভাগের নামে অংশগ্রহন করছে সাকিব আল হাসানের ”মোনার্ক পদ্মা” টিম।