চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় এলাকাভিত্তিক লোডশেডিং চলছে। লোডশেডিংয়ের সময় স্বস্তিদায়ক বিভিন্ন পণ্য কেনায় গ্রাহকদের বাড়তি সুবিধা দিচ্ছে দেশের অন্যতম শীর্ষ ই-কমার্স প্ল্যাটফর্ম ওয়ালকার্ট লিমিটেড। ওয়ালটন ও মার্সেলের রিচার্জেবল ফ্যান, রিচার্জেবল ল্যাম্প, ইন্ডোর এমার্জেন্সি লাইট, ইউপিএস এবং জেনারেটর কেনায় ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ওয়ালকার্ট। বুধবার (২০ জুলাই, ২০২২) থেকে চলছে এই সুবিধা যা চলবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত।
ওয়ালকার্ট থেকে নির্দিষ্ট মডেলের ওয়ালটনের রিচার্জেবল ফ্যানে ১৪%, মার্সেলের রিচার্জেবল ল্যাম্পে ১৪%, ওয়ালটনের ইউপিএস-এ ৭% ও জেনারেটর এবং এমার্জেন্সি লাইটে ২৫% পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
ওয়ালকার্ট থেকে ওয়ালটন ও মার্সেলের এসব পণ্য কিনতে- https://cutt.ly/nLB0THZ এই লিঙ্ক ব্যবহার করা যাবে। এছাড়া, বিস্তারিত জানতে ভিজিট করা যাবে ওয়ালকার্টের ওয়েবসাইট- https://www.walcart.com
ওয়ালকার্টের চিফ অপারেটিং অফিসার (সিওও) শওকত ইলাহী বলেন, বিদ্যুৎ অপচয় রোধে আমাদের সচেতনতা জরুরি। আমরা অজান্তেই অনেক বেশি বিদ্যুৎ অপচয় করি, যা মোটেই ঠিক নয়। বিদ্যুতের অপচয় রোধে মানুষকে উৎসাহ দিতে এবং সরকারের বিদ্যুৎ সাশ্রয়ী নীতিতে সহায়তার অংশ হিসেবে এসব ইলেকট্রনিক্স পণ্য কেনায় ছাড় দিচ্ছে ওয়ালকার্ট।