পবিত্র ঈদ-উল আজহাকে সামনে রেখে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ই-কমার্স মোনার্ক মার্টের সাথে যুক্ত হল আলমগীর র্যাঞ্চ। সোমবার (৩০ মে) বিকেলে ঢাকার গুলশানে আলমগীর র্যাঞ্চ লিমিটেড ও মোনার্ক মার্ট এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমগীর র্যাঞ্চ লিমিটেড-এর পরিচালক ও লাবিব গ্রুপের ভাইস-চেয়ারম্যান সুলতানা জাহান, সিআইপি এবং মোনার্ক মার্ট এর চিফ অপারেটিং অফিসার জাহিদ কামাল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমগীর র্যাঞ্চের জেনারেল ম্যানেজার সাদিয়া তাসনিম, মোনার্ক মার্ট এর হেড অব কমার্শিয়াল আহমেদ মোস্তফাসহ অন্যান্য কর্মকর্তাগণ।
এই চুক্তির মাধ্যমে মোনার্ক মার্টে প্রকাশিত ছবি ও ভিডিও-এর মাধ্যমে গ্রাহক তার পছন্দের গরু কেনার আগে এর জাত, ওজন, বয়স ও রঙ সম্পর্কে পর্যাপ্ত ধারণা পাবেন। এছাড়াও আলমগীর র্যাঞ্চ কর্তৃপক্ষ ক্রেতাদের সুবিধার্থে তাদের বিক্রিত গরু নিজস্ব খরচে গ্রাহকের কাছে পৌঁছে দেবেন।