মিরপুরে ই-কমার্স সেলার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের মিটআপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৫শে আগস্ট রাজধানীর মিরপুরের একটি রেস্টুরেন্টে দেড় শতাধিক সেলারদের নিয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এই মিটআপে দেশের বিভিন্ন মার্কেটপ্লেসের সেলার ও মার্চেন্টরা অংশগ্রহন করেন।
মিটআপে সেলাররা দারাজ ও অন্যান্য মার্কেটপ্লেসের প্রতি তাদের দাবী দাওয়া ও প্রত্যাশা তুলে ধরেন।
ই-কমার্স সেলার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদুল হক মাসুদ । অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সেক্রেটারি আবদুল্লাহ আল মামুন।
সভাপতি অনুষ্ঠানে অংশগ্রহন করায় সকল সেলারদেরকে ধন্যবাদ জানান। এই মিটআপ সফলভাবে অনুষ্ঠানে সহযোগিতা করায় অনুষ্ঠানের সকল স্পন্সরদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
এই সেলার মিটআপের টাইটেল স্পন্সর পিএম ওয়ান এবং সহযোগী স্পন্সর দেশিফাই, নিউশপ বিডি, গুড চয়েজ, মদিনা ফ্যাশন, আপডেট ফ্যাশন, পন্য বাজার এবং কাট প্রাইস বিডি।