বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ২৫০ জন নারী উদ্যোক্তাদের ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করেছে আইসিটি বিভাগ। সোমবার ৮ আগস্ট আইসিটি বিভাগের বিসিসি মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এন জিয়াউল আলম পিএএ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক রণজিং কুমার, ই-ক্যাব প্রেসিডেন্ট শমী কায়সার এবং উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা। অনুষ্টানে সভাপতিত্ব করেন আইডিয়া প্রকল্পের পরিচালক মোঃ আলতাফ হোসেন। অনুষ্ঠানে ওয়েব সভাপতি রুপা আহমেদ এবং ইউএনডিপি এর আনন্দমেলার পরামর্শক সারাহ জিতা বক্তব্য রাখেন।
এই অনুষ্ঠানে ২৫০ জন নারী উদ্যোক্তার প্রত্যেককে ৫০,০০০ টাকা করে এককালীন অনুদান প্রদান করা হয়। এই উদ্যোগে
সহযোগিতায় করেছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব), উইমেন এন্ড ই-কমার্স (উই), আনন্দমেলা এবং অন্ট্রপ্রিনিউরস অব বাংলাদেশ (ওয়েব)। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, বিশেষ করে নারী উদ্যোক্তাদের উৎসাহ প্রদান এবং তাদের ব্যবসাকে ত্বরান্বিত করার উদ্দেশ্যে অনুদান প্রদানের এই উদ্যোগ গ্রহণ করে আইডিয়া প্রকল্প। এর ধারাবাহিকতায় সহযোগী প্ল্যাটফর্মগুলো থেকে প্রাপ্ত আবেদনসমূহ আইডিয়া প্রকল্প কর্তৃক গঠিত একটি কমিটির মাধ্যমে যাচাই বাছাই শেষে ২৫০ জন উদ্যোক্তা নির্বাচন করা হয়। ই-ক্যাব থেকে ২০, উই থেকে ১৮৮, আনন্দমেলা থেকে ৩১ এবং ওয়েব থেকে ১১ জন, সর্বমোট ২৫০ জন নারী উদ্যোক্তাকে আইডিয়া প্রকল্প থেকে ৫০ হাজার টাকা করে মোট ১ কোটি ২৫ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নারী উদ্যোক্তাদের হাতে অনুদানের চেক তুলে দেন।
অনুষ্ঠানের শুরুতে আইসিটি ভবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ অন্যান্য অতিথিবৃন্দ। এরপর বিসিসি অডিটোরিয়ামে মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবনীর উপর নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।