আজ ২৬ এপ্রিল সোমবার বেসিস ও রানার অটোমোবাইলস লিমিটেড এর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উক্ত সমঝোতা স্মারকের ফলে বেসিস সদস্যগণ রানার অটোমোবাইলস লিমিটেড হতে নির্দিষ্ট মডেলের মোটরবাইক ক্রয়ে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। এই স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসিস সদস্য সেবা ও কল্যাণ বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান মোঃ শাহজালাল, সহ সভাপতি (প্রশাসন) আবু দাউদ খান ও নির্বাহী পরিচালক আবু ইসা মোহাম্মদ মাইনুদ্দীন।
বেসিস এর পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন বেসিসের সচিব হাশিম আহম্মদ এবং রানার অটোমোবাইলস লিমিটেড এর পক্ষে প্রধান অর্থনৈতিক কর্মকর্তা সানাত দত্ত। এছাড়া রানার অটোমোবাইলস লিমিটেড এর পক্ষে উপস্থিত ছিলেন রেজাউল করিম ও আব্দুস সাত্তার। বেসিস সচিবালয় থেকে উপস্থিত ছিলেন মোঃ সাজ্জাদুর রহমান শাওন।