ধানমন্ডিতে ই-কমার্স সেলার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের মিটআপ অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডি ২৭ এ অবস্থিত নিয় চিয়ার্স রেস্টুরেন্টে দেড় শতাধিক সেলারদের নিয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এই মিটআপে বিভিন্ন মার্কেটপ্লেসের সেলার ও মার্চেন্টরা অংশগ্রহন করেন।
মিটআপে সেলাররা মার্কেটপ্লেসের সাথে ব্যবসা পরিচালনা করার চ্যালেঞ্জ গুলো তুলে ধরেন এবং সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ হয়ে জোরালো ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন ।
ই-কমার্স সেলার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদুল হক মাসুদ। এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জাচাই ডট কম এর সিনিয়র এক্সিকিউটিভ মোঃ দিদারুল হাসান, আই এক্সপ্রেসের সিইও মোঃ তাজুল ইসলাম, ধানমন্ডি থানা ছাত্রলীগের সেক্রেটারি রাজিবুল ইসলাম বাপ্পী, অন্বেষা গার্মেন্টসের স্বত্বাধিকারী মোঃ শাকিল, বিজিডি অনলাইন গ্রুপের পরিচালক লায়ন শফিকুল ইসলাম, বিটেক্স সিইও সাদ্দাম হোসাইন, পিএম ওয়ান সিইও সাইদুর রহমান, দেশিফাই সিইও ইয়াসির হাসান, কাট প্রাইস সিইও মোঃ রায়হান ।
অনুষ্ঠানের মূল স্পন্সর জাচাই ডট কম এর সাথে সেলারদের ব্যবসা পরিচালনার সুযোগ ও সম্ভাবনা নিয়ে একটি প্রেজেন্টেশন দেয়া হয়। ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট ও স্টাইজেন ডট কমের পরিচালক মি. সদরুল ইসলাম ফেসবুক মার্কেটিং নিয়ে একটি সেশন পরিচালনা করেন।
এসময় সেক্রেটারি আবদুল্লাহ আল মামুন মিটআপ সফলভাবে অনুষ্ঠানে সহযোগিতা করায় উপস্থিত সেলার ও সকল স্পন্সরদের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, এই সেলার মিটআপের মূল স্পন্সর জাচাই ডট কম এবং সহযোগী স্পন্সর অধিকার টিভি, ইওএমএস ও দেশিফাই এবং অনুষ্ঠানে ফটোগ্রাফি সাপোর্ট দেন কেএমএ তাহের ফটোগ্রাফি।