এন্ট্রাপ্রেনিয়ার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড (ই-ক্লাব) এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ ই অক্টোবর বৃহস্পতিবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেল অডিটোরিয়ামে ই-ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহরিয়ার খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান এর ব্যবস্থাপনায় এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ই-ক্লাব এর বর্তমান কার্যনির্বাহী কমিটির নির্বাহী সহ -সভাপতি লিয়াকত আলী চাকলাদার মারুফ, যুগ্ম সাধারণ সম্পাদক আরেফীন দিপু, সাংগঠনিক সম্পাদক ফাহমিদা আহমেদ সহ ই-ক্লাব এর নতুন কমিটির নতুন নেতৃত্বে আসতে যাওয়া বিভিন্ন প্রতিষ্ঠান এর প্রধানরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে ই-ক্লাবের ভবিষ্যত পরিকল্পনা ও বিভিন্ন স্টান্ডিং কমিটি গঠনের লক্ষ্যে বিভিন্ন ধরনের কর্মসূচির আলোচনা করা হয়৷
এসময় বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনটি এগিয়ে নিতে সবার সহযোগিতা ও সুচিন্তিত মতামত প্রত্যাশা করেন।