৩৪টি স্টান্ডিং কমিটি, ফোরাম ও জোনাল কমিটি গঠন করল ই-ক্যাব। কমিটির শতাধিক সদস্যকে নিয়ে শনিবার ঢাকার সেনা কল্যাণ কনভেনশন সেন্টারে দিনব্যাপী কর্মশালা করেছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইক্যাব)।
ই-ক্যাব সভাপতি শমী কায়সারের উপস্থিতিতে কর্মশালায় আগামী এক বছরের কর্ম পরিকল্পনা বাস্তবায়নের রূপরেখা উপস্থাপন করা হয়।স্ট্যান্ডিং, জোনাল কমিটি ও ফোরামের চেয়ারম্যানরা তাদের কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন। কর্মশালা পরিচালনা করেন ই-ক্যাব নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম শোভন, পরিচালক ইলমুল হক সজীব ও শাহরিয়ার হাসান।