আসন্ন ই-ক্যাব নির্বাচনে দ্যা চেঞ্জ মেকার্স প্যানেলের পক্ষ থেকে নির্বাচন করছেন ওয়াসিম আলিম। তিনি বাংলামেডস এর পরিচালক এবং
দেশের সবচেয়ে বড় গ্রোসারী ই-কমার্স চালডাল ডট কমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। নির্বাচন প্রসঙ্গে তার সাক্ষাৎকার নিয়েছেন খালিদ সাইফুল্লাহ্।
ই-কমার্সবার্তাঃ আপনি কেন নিজেকে ই-ক্যাব নির্বাচনের একজন যোগ্য প্রার্থী বলে মনে করেন?
ওয়াসিম আলিমঃ আমি বাংলামেডস এর পক্ষ থেকে এই নির্বাচনে অংশ নিচ্ছি। বাংলামেডস এখন বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন গ্রোসারি প্লাটফর্ম চালডাল এর অংশ হিসেবে কাজ করছে। ২০১৩ সাল থেকে আমি বাংলাদেশের ইকমার্স সেক্টরের অগ্রযাত্রার সাথে কাজ করে যাচ্ছি। এই দীর্ঘ পথচলায় বলা যায় আমি প্রতিদিন আমার জীবনের অধিকাংশ সময় ব্যয় করেছি এই সেক্টরের কোনো না কোনো সমস্যা সমাধানে। কাস্টমারের দরজায় পণ্য ডেলিভারি থেকে শুরু করে ইকমার্স সেক্টরের জন্য
সবচেয়ে চ্যালেন্জিং কাজ বিনিয়োগকারীদের অংশগ্রহণ – সবক্ষেত্রেই আমি অবদান রাখার চেষ্টা করেছি। ওয়াই কম্বিনেটর থেকে শুরু করে আইএফসি, আইডিএলসি সহ অনেকগুলো দেশী ও বিদেশী বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে বাংলাদেশে আনতে সক্ষম হয়েছি। দেশের অধিকাংশ প্রধান শহরে আমাদের সেবা কার্যক্রম বিস্তৃত এবং প্রতিনিয়ত আমরা এই পরিসর বড় করছি। সাড়ে তিন হাজারেরও বেশি সদস্য কাজ করে আমাদের পরিবারে এবং ১২ লাখেরও বেশি গ্রাহককে আমরা প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছি। জাতীয় রাজস্ব বোর্ড, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, এটুআই, বাংলাদেশ ব্যাংক সহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা একযোগে কাজ করছি একটি সমৃদ্ধশালী দেশ গড়ার প্রত্যয়ে।
ই-কমার্সবার্তাঃ সাম্প্রতিক সময়ে ই-কমার্স সেক্টরে আপনার উল্লেখযোগ্য অবদান কি কি?
ওয়াসিম আলিমঃ গত মেয়াদে আমি এক্সেকিউটিভ কমিটির অংশ ছিলাম না। তবে আমি গভর্নমেন্ট অ্যাফেয়ার্স কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে অনেক নীতিনির্ধারণী আলোচনায় অংশগ্রহণের সুযোগ পেয়েছি এবং আমার অবস্থান থেকে বিভিন্ন পরামর্শ দিয়েছি। আমার প্রতিষ্ঠান চালডাল কোভিড মহামারীর সময় মানুষের সেবায় বিশেষ অবদান রাখার সুযোগ পেয়েছে এবং এই সময়ে সরকারের বিভিন্ন নীতিনির্ধারণে অবদান রাখার
সুযোগ পেয়েছে যা পুরো ইকমার্স সেক্টরের জন্য এক নতুন অধ্যায় সূচনার সুযোগ করে দিয়েছে।
ই-কমার্সবার্তাঃ নির্বাচিত হলে ই-কমার্স সেক্টরের উন্নয়নে কি কি করতে চান আপনি?
ওয়াসিম আলিমঃ ই-কমার্স সেক্টরে আমাদের সাধারণ মানুষের আস্থা অর্জনে দৃষ্টান্তমূলক অবদান রাখা উচিৎ এবং এই লক্ষ্যে সরকার ও অন্যান্য মহলের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। একইসাথে দেশী বা বিদেশী বিনিয়োগকে সহজীকরণ; প্রযুক্তি নির্ভর ব্যবসার জন্য সহজ ও সময়োপযোগী করনীতি; নীতিনির্ধারণে গতির সঞ্চার, আধুনিকায়ন ও বাস্তব অভিজ্ঞতার সমন্বয় বাড়াতে চাই।
ই-কমার্সবার্তাঃ দেশের ই-কমার্স সেক্টরের বর্তমান হালচাল কি?
ওয়াসিম আলিমঃ বাংলাদেশে প্রতি বছর ৮০ থেকে ১০০% হারে ইকমার্স ব্যবসার প্রসার হচ্ছে। তবে আমার মতে আমরা আমাদের সম্ভাবনার প্রথম পর্যায় এখনো অতিক্রম করিনি। অর্থাৎ, এই সেক্টরে সম্ভাবনা অপরিসীম।
ই-কমার্সবার্তাঃ আসন্ন ই-ক্যাব নির্বাচন নিয়ে আপনাদের প্রত্যাশা কি?
ওয়াসিম আলিমঃ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি যোগ্য, প্রতিশ্রুতিশীল এবং কর্মঠ প্যানেল নির্বাচিত হবে বলে আমি বিশ্বাস করি।
ই-কমার্সবার্তাঃ আপনি কোন প্যানেলে নির্বাচন করছেন?
ওয়াসিম আলিমঃ আমি দ্যা চেঞ্জ মেকার্স প্যানেল থেকে এই নির্বাচনে অংশ নিচ্ছি।