শনিবার রাতে গুলশানে ই-ক্যাব ভোটারদের নিয়ে এক মেম্বার মিট অনুষ্ঠিত হয়। ই-ক্যাব সভাপতি শমী কায়সারের সভাপতিত্বে সদস্যদের এই আড্ডা সঞ্চালনা করেন সধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল। আড্ডায় অংশ নেয়া অর্ধশতাধিক ভোটারের সবাই নির্বাচনকে সামনে রেখে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন। একই সঙ্গে যারাই এই ভোট নিয়ে কাঁদা ছোড়াছুড়ি করবে তাদেরকে বর্জন করার সিদ্ধান্ত নেয়া হয়।
আড্ডায় উপস্থিত ভোটাররা ই-ক্যাব নির্বাচনে পরীক্ষিতদের মাধ্যমেই যে যেনো শক্ত একটা ভিতের ওপর প্রতিষ্ঠিত হয় আগামী নেতৃত্ব সেই প্রত্যাশা করেন। তাদের বক্তব্য অনুযায়ী, ই-ক্যাব সঠিক পথেই আছে। যোগ্য নেতৃত্বের কারণেই মহামারিতে জরুরী সেবা হিসেবে স্বীকৃতি এবং লকডাউনেও ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করে দিয়ে জাতীয় প্রয়োজন মেটানোর পাশাপাশি ই-কমার্স খাতের প্রবৃদ্ধিতে দারুণ ভূমিকা রেখেছে বর্তমান নেতৃত্ব। তাই নতুন করে পথ চলার চেয়ে ইফিসিয়েন্সি অ্যান্ড এনার্জি (ই২) মডেলে শমী-তমালের নেতৃত্বে ই-ক্যাব সবাইকে নিয়েই সামনে এগিয়ে যাবে বলে আশা ব্যাক্ত করেন তারা।
আড্ডায় অতিথি ভোটার হিসেবে বক্তব্য রাখেন নিজের বলার মতো গল্পের উদ্যোক্তা ইকবাল বাহার এবং বাক্কো সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন। সব শেষে ই-ক্যাব সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন প্যানেল ঘোষণা এবং ইশতেহার দেয়ার লক্ষ্যে কেক কেটে আড্ডার পরিসমাপ্তি ঘটে।