‘ওয়েলকাম টু স্মার্টভার’ স্লোগান নিয়ে শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতভিত্তিক সবচেয়ে বড় প্রদর্শনী বেসিস সফটএক্সপো-২০২৩। সফটএক্সপোতে দীপ্ত প্লে অ্যাপ ইনস্টল করলেই ১ মাসের সাবস্ক্রিপশন ফ্রি। এ সুযোগ চলবে আজ রবিবার পর্যন্ত। সফট এক্সপো এর হল-২, স্টল: এস-৪২ -এ এসে দীপ্ত প্লে অ্যাপ ইনস্টল করলেই ১ মাসের সাবস্ক্রিপশন ফ্রি পাবেন ভিজিটররা।
দীপ্ত টিভির সিনিয়র এক্সিকিউটিভ ডিজিটাল এ্যাড সেলস দেলোয়ার হোসেন বলেন, বেসিস সফ্ট এক্সপোতে মানুষের উপচে পড়া ভীড় দেখে খুব ভাল লাগছে। কয়েক হাজার মানুষ গতকাল দেশীয় ওটিটি প্লাটফর্ম দীপ্তপ্লে স্টলে এসেছেন।জীবনের অন্যতম সেরা একটা দিন ছিল গতকাল। বেসিসকে ধন্যবাদ এমন আয়োজনের জন্য।
উল্লেখ্য, দীপ্ত প্লে মূলত বিনোদন অনুষ্ঠানভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম। পরিবারের সবার জন্য, সব বয়সী দর্শকের উদ্দেশ্যে নির্মিত হচ্ছে সুস্থ ধারার দীপ্ত অনুষ্ঠান। নতুন নতুন সিনেমা আর সিরিজের মাধ্যমে নতুন ধরনের সব গল্প থাকছে দীপ্ত প্লে অরিজিনালসে। দীপ্ত প্লে মূলত দীপ্ত টিভির একটি অঙ্গ প্রতিষ্ঠান। গত ৭ বছর ধরে দীপ্ত টিভি সব শ্রেণির দর্শকদের জন্য অনুষ্ঠান প্রচার করে আসছে।