বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট পরিদর্শন করেন বাটা-র এশিয়া প্যাসিফিক অঞ্চলের ই-কমার্স পরিচালক ইন্দারপ্রীত সিং। আজ সকালে মতিঝিল সিটি সেন্টারে মোনার্ক মার্টের কর্পোরেট অফিস পরিদশর্ন করেন তিনি। এসময় তাকে স্বাগত জানান মোনার্ক মার্টের হেড অফ কমিউনিকেশন তানবীরুল ইসলাম। এরপর দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ঘন্টাব্যাপী একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরিদর্শনের পর ইন্দারপ্রীত সিং মন্তব্য করেন, “খুব দ্রুতই মোনার্ক মার্ট বাংলাদেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং বাটা-র সাথে পার্টনার হিসেবে একযোগে কাজ করে মানসম্মত ফুটওয়্যার পণ্য সর্বস্তরের গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে যাবে”।
আলোচনা চলাকালে মোনার্ক মার্টের চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) সায়ন এম. আনজির হোসেন বলেন, “দেশের ই-কমার্স সেক্টরের সার্বিক উন্নতি এবং পরিপূর্ণ গ্রাহকসেবা নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার কোন বিকল্প নেই। তাই, বাটা বাংলাদেশ-এর সঙ্গে আমাদের পারস্পরিক সমঝোতা গ্রাহকদের সেরা অভিজ্ঞতা প্রদান করতে সহায়ক হবে বলে আমার বিশ্বাস।”
মোনার্ক মার্টের পক্ষ থেকে এই সভায় আরো উপস্থিত ছিলেন হেড অফ বিজনেস জনাব মাহাদী হাসান এবং বিজনেস ডেভেলাপমেন্ট ম্যানেজার নাজিয়া রশিদ। বাটা বাংলাদেশ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজিব জাহান ফেরদৌস, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বিজনেস লিড এবং মোঃ মারুফুজ্জামান, ই-কমার্স অপারেশনস ম্যানেজার।