ই-ক্যাব নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন সদাগর ডট কমের সিইও আরিফ চৌধুরী।মনোনয়নপত্র জমা দেয়ার পর তিনি বলেন, “আমি আধুনিক সদস্যবান্ধব ফোরাম করতে চাই ই-ক্যাবকে। যদি ভোটারেরা আস্থা রাখেন, প্রতিটি স্ট্যান্ডিং কমিটিতে আমি চেষ্টা করবো সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীদের যুক্ত করতে।”
জমে উঠেছে ই-কমার্স ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ই-ক্যাবের আসন্ন নির্বাচন। সম্ভাব্য দুটি প্যানেলের বাইরেও অন্তত এই খাতের সফল কিছু ব্যবসায়ী নির্বাচন করার ঘোষনা দিয়েছেন ইতোমধ্যেই।