দেশের বাজারে পরিবেশবান্ধব নতুন ল্যাপটপ আনল অ্যাসপায়ার ভেরো প্রদর্শন করেছে এসার বাংলাদেশে। মঙ্গলবার (১০ মে) রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে এসার অ্যাসপায়ার ভেরো ল্যাপটপটি উন্মোচন করেন এসার ইন্ডিয়া ও বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হরিশ কোহলি।
হরিশ কোহলি বলেন, অ্যাসপায়ার ভেরোর উদ্যোগে আমরা বাংলাদেশে আমাদের সবুজ ও টেকসই প্রচেষ্টা চালু করতে পেরে আনন্দিত। নতুন এই পরিবেশবান্ধব উদ্যোগ কার্বন নিঃসরণের মাত্রা কমাবে। এসারের এ উদ্যোগের জন্য আমরা গর্বিত এবং বিশ্বের প্রতিটি প্রান্তে উদ্ভাবনী পণ্য এবং প্রযুক্তিকে সবার কাছে পৌছাতে চাই”
অ্যাসপায়ান ভেরো ল্যাপটপটি উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেমে চলে। ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোরআইফাইভ প্রসেসর ও ৮ গিগাবাইট ডিডিআর৪ র্যাম। ল্যাপটপটির তথ্য ধারণক্ষমতা ৫১২ গিগাবাইট। ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি (১৯২০ বাই ১০৮০ পিক্সেল) আইপিএস এলইডি ব্যাকলিট এলসিডি ডিসপ্লে রয়েছে এতে। । এই মাসের শেষদিতে দেশের বাজারে পাওয়া যাবে ল্যাপটপটি যার দাম হবে ৭৫ হাজার টাকা।