আবারও শুরু হয়েছে দেশীয় ই-কমার্স সাইটগুলোর অনলাইন শপিং উৎসব ‘১০-১০’। এই উৎসবে থাকছে নানা ছাড় অফার। এই অফার চলবে ১০ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত। এই ক্যাম্পেইনে দেশের কিছু জনপ্রিয় ই-কমার্রস সাইট যুক্ত হয়েছে।
এই উৎসবে আজকের ডিল, ওয়ালকার্ট, সেবা এক্সওয়াইজেড, বাটা ই-কম, স্টার টেক, পাঠাও লিমিটেড, রকমারি, যাচাই, বিডিশপ, ওভাই, সারা লাইফস্টাইল, দর্জিবাড়ি, বাংলা শপার্স’ সহ ৩০টি অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্ম অংশগ্রহণ করেছেন। এখান থেকে জামাকাপড়, জুতা, ইলেকট্রনিক্স সামগ্রীসহ বিভিন্ন লাইফস্টাইল পণ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবা নেওয়া যাবে। এদের অনলাইন পেমেন্ট পার্টনার বিকাশ ওডেলিভারি পার্টনার টাইগার।
শনিবার (৮ অক্টোবর) এই সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব জানান আজকের ডিল ও বিডি জবস-এর সিইও ফাহিম মাশরুর।