বাংলাদেশের প্রথম সুপার প্রিমিয়াম ‘মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড’ চালু করছে মাস্টারকার্ড এবং ব্র্যাক ব্যাংক। নারীদের পেমেন্ট ও শপিংয়ের অভিজ্ঞতাকেও উন্নত করার পাশাপাশি পেমেন্ট সমাধানের কাজ করবে এই কার্ড। এটি হলো বাংলাদেশের প্রথম সুপার প্রিমিয়াম ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড যা শুধুমাত্র নারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।
৮ই সেপ্টেম্বর একটি ভার্চুয়াল অনুষ্ঠানে ‘মাস্টারকার্ড তারা ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড’ চালুর করার ঘোষণা দেয়া হয়।
এই কার্ডের সুবিধাগুলোর মধ্যে রয়েছে প্রথম বছর বার্ষিক ফি’র ৫০ শতাংশ মওকুফের সুবিধা, ক্যাশব্যাক, ওয়েলকাম ভাউচার, এবং লেনদেনের ক্ষেত্রে বোনাস রিওয়ার্ড পয়েন্টস। বিভিন্ন হেলথ প্যাকেজের আকর্ষণীয় সুবিধা ছাড়াও থাকছে প্রতি শনিবার গ্রোসারি কেনাকাটায় ছয় গুণ রিওয়ার্ড পয়েন্টস, পার্লারে লেনদেন সুবিধা এবং ভ্রমণের ক্ষেত্রে পরিবারের সদস্যদের জন্যও বিশেষ সুবিধা।
এর বাইরেও থাকছে এক্সক্লুসিভ বোগো (বাই-ওয়ান-গেট-ওয়ান) হোটেল-স্টে অফার, এবং দেশ জুড়ে ৫,০০০ এরও বেশি পার্টনার আউটলেটে ডাইনিং ও লাইফস্টাইল অফার।
‘মাস্টারকার্ড তারা ওয়ার্ল্ড’ কার্ডহোল্ডাররা ওয়েলকাম অন-বোর্ড প্যাকেজে পাবেন বিউটি সেলুন, জুয়েলারী শপ, ই-কমার্স পোর্টাল, গ্রোসারি, পোশাকের দোকান ইত্যাদিতে এক্সক্লুসিভ সুবিধা। সুবিধাগুলোর মধ্যে আরো থাকছে বিশেষ ক্যাশব্যাক অফার, দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট পাবার সুযোগ, বলাকা লাউঞ্জে প্রবেশের সুবিধা, প্রায়োরিটি পাস লাউঞ্জে সঙ্গীসহ সাতটি ভিজিট সুবিধা এবং বিনামূল্যে দুটি সাপ্লিমেন্টারি কার্ড।
মাস্টারকার্ড-এর কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “বৈশ্বিক চিন্তাধারায় নতুনত্ব আনতে মাস্টারকার্ড প্রতিশ্রুতিবদ্ধ। তাই কর্মসূচী ও পার্টনারশীপের মধ্য দিয়ে মাস্টারকার্ড নারীর সম্ভাবনা উন্মুক্ত করতে নিত্যনতুন চিন্তাভাবনা নিয়ে কাজ করে। ব্র্যাক ব্যাংকের সাথে মাস্টারকার্ড তারা ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড চালু করা সে রকমই একটি পদক্ষেপ। কার্ডটি নারীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা। তাদের জীবনের সকল চাহিদা পূরণের মাধ্যমে মাস্টারকার্ড গ্রাহকের কাছে সবচেয়ে পছন্দের কার্ড হবার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে।”
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “নারীদের জন্য, বিশেষ করে যারা তাদের ব্যক্তিগত ও পেশাগত ক্যারিয়ারে সাফল্যের সাথে এগিয়ে চলেছেন, তাদের জন্য যৌথ উদ্যোগে প্রথমবারের মতো ‘মাস্টারকার্ড তারা ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড’ চালু করতে পেরে ব্র্যাক ব্যাংক গর্বিত। ফিন্যান্সিয়াল অ্যালায়েন্স ফর উইমেনের সদস্য হিসেবে ব্র্যাক ব্যাংক নারীর স্বাধীনতা, আত্মনির্ভরশীলতা, সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাবার জন্য আত্মবিশ্বাস তৈরিতে অনুপ্রেরণা দেয়। এ কারণেই আমরা সকল ক্ষেত্রে নারীদের ক্ষমতায়নে বিশ্বাস করি।”
উল্লেখ্য, ২০০১ সালে যাত্রা শুরুর পর হতে এসএমই খাতে গুরুত্ব দেয়ার মাধ্যমে দেশের দ্রুতবর্ধমান ব্যাংকগুলোর একটিতে পরিণত হয়েছে ব্র্যাক ব্যাংক। সারাদেশে ১৮৭টি ব্রাঞ্চ, ৩৭৪টি এটিএম বুথ, ৪৬১ এসএমই ইউনিট অফিস এবং ৮ হাজারের বেশি বৈচিত্র্যময় কর্মী-বাহিনীর ব্র্যাক ব্যাংক প্রতিনিয়ত কর্পোরেট ও রিটেইল খাতে সেবা দিয়ে যাচ্ছে। অন্যদিকে বর্তমানে বিশ্বের ২১০টিরও বেশি দেশ ও অঞ্চলে মাস্টারকার্ডের কার্যক্রম বিস্তৃত রয়েছে। এই আধুনিক প্রযুক্তিভিত্তিক লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠানের লক্ষ্য হচ্ছে, জনগণকে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল আর্থিক সেবার সাথে সম্পৃক্ত করা, যাতে তাদের প্রত্যেকের ক্ষমতায়ন বাড়ে।